যে verb এর কাজ ভবিষ্যত কালে সংগঠিত হবে এরূপ বুঝায় তাহাকে Future Indefinite Tense বলে ।
বাংলারূপ
ইব ,ইবে , ইবেন ইত্যাদি ।
গঠনপ্রণালী
Subject + Shall / will + verb এর present from + Object
Negative
Future Indefinite Tense কে Negative করিতে হইলে Shall /will এর পরে not বসাতে হবে । যেমন :-
- I Shall eat rice ( Negative )
- I shall not eat rice
Future Indefinite Tense কে Interrogative করিতে হইলে ,shall /will কে subject এর পূর্বে বসাতে এবং sentence এর শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে । যেমন :-
- I shall eat rice (interrogative )
- Shall I eat rice
Future Continuous Tense
যে verb এর কাজ ভবিষ্যৎ কালে চলিতে থাকিবে এরূপ বুঝায় তাহাকে Future Continuous Tense বলে ।
বাংলারূপ
ইয়া থাকিব , ইয়া থাকিবে , ইয়া থাকিবেন ইত্যাদি ।
গঠনপ্রণালী
Subject + Shall be / will be + verb + ing + Object
Negative
Future Continuous Tense কে Negative করিতে হইলে Shall /will এর পরে not বসাতে হবে । যেমন :-
- I Shall be eating rice ( Negative )
- I shall not be eating rice
Future Continuous Tense কে Interrogative করিতে হইলে ,shall /will কে subject এর পূর্বে বসাতে এবং sentence এর শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে । যেমন :-
- I shall be eating rice (interrogative )
- Shall I be eating rice
Future Perfect Tense
ভবিষ্যৎ কালে সংগঠিত দুইটি কাজের মধ্যে পূর্বে সংগঠিত কাজটি Future Perfect Tense এবং পরে সংগঠিত কাজটি Future indefinite Tense
বাংলারূপ
ইয়া থাকিব ,ইয়া থাকিবে , ইয়া থাকিবেন ইত্যাদি ।
গঠনপ্রণালী
Subject + Shall have / will have + v.p.p + Before + Future indefinite
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Future Perfect Continuous Tense
ভবিষ্যৎ কালে সংগঠিত দুইটি কাজের মধ্যে পূর্বে সংগঠিত কাজটি চলিতে থাকিবে এই রূপ বুঝায় তাহাকে Future Perfect Continuous Tense বলে ।
বাংলারূপ
ইতে থাকিব ,ইতে থাকিবেন , ইতে থাকিবে ইত্যাদি
গঠনপ্রনালী
Subject + shall have been / will have been + Verb + ing + Object +before + Future indefinite Tense
0 মন্তব্যসমূহ
please do not enter any spam link in the comment box .
Emoji