![]() |
অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী পূজা চেরির অ্যাকশন থ্রিলার সিনেমা শান |
অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী পূজা চেরির অ্যাকশন থ্রিলার সিনেমা শান
ছায়াছবি:- শান
অভিনয়ে:- সিয়াম আহমেদ, পূজা চেরি, চম্পা, অরুণা বিশ্বাস, মিশা সওদাগর, ডন, তাসকিন রহমান
পরিচালক:- এম এ রাহিম
প্রযোজক:- আতিকুর রহমান
রচয়িতা:- আজাদ খান
পরিবেশক:- জাজ মাল্টিমিডিয়া
প্রযোজনা:- কুইক মাল্টিমিডিয়া
ভাষা:- বাংলা
চিত্রগ্রাহক:- সাইফুল শাহীন
চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন:- নাজিম উদ দৌলা
সিয়ামের অ্যাকশন থ্রিলার সিনেমা শান
ইতি মধ্যে শান সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। টিজারে দেখা গেল অভিনেতা সিয়ামের ধুন্ধুমার অ্যাকশন। টিজারটি প্রকাশ করা হয় প্রযোজনা সংস্থা ফিলম্যান এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে। টিজারের শুরু থেকে শেষ পর্যন্ত সিয়ামের চমৎকার অ্যাকশন ও দুর্দান্ত লুক চোখে পরার মত। পূর্বের ছবি গুলোতে তাকে দেখা গিয়েছিল রোমান্টিক ইমেজে। টিজারে সিয়ামের অ্যাকশনের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রায় সব চরিত্র গুলির দেখা মিলেছে। দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটির টিজার প্রকাশের পর। সিয়ামের পুরোপুরি অ্যাকশন ধর্মী লুক ভক্তরা ভাল ভাবেই গ্রহণ করেছে এবং প্রশংসা কুড়িয়েছে নেটিজনদের কাছ থেকে। ফাইটিং দৃশ্যের শুটিং শুরু হয় বলিউডের অ্যাকশন ডিরেক্টর আব্বাস আলী মুঘলের নির্দেশনায়। শান সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম এবং চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা। কাহিনী ও প্রযোজনায় ছিলেন আজাদ খান। শান ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ এবং তার বিপরীতে সহ অভিনেত্রী হিসেবে থাকছেন পূজা চেরি। এ সিনেমায় সিয়াম আহমেদকে দেখা যাবে একজন সৎ ও সাহসী পুলিশ অফিসার হিসেবে। অভিনেত্রী চম্পা থাকছেন সিয়ামের মায়ের ভূমিকায় এবং পূজা চেরির মায়ের ভূমিকায় অরুণা বিশ্বাস। শান সিনেমাটিতে আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, ডন, মিশা সওদাগর প্রমুখ। এই সিনেমার প্রযোজক আতিকুর রহমান । শান ছবিটি পরিবেশনা করেছে জাজ মাল্টিমিডিয়া এবং প্রযোজনায় কুইক মাল্টিমিডিয়া। মহামারী করোনার কারণে সিনেমাটি মুক্তি স্থগিত রয়েছে।
0 মন্তব্যসমূহ
please do not enter any spam link in the comment box .
Emoji