রূপচর্চায় অ্যালোভেরা বা ঘৃতকুমারীর সহজলভ্য ব্যবহার ও গুণাগুণ


 

রূপচর্চায় অ্যালোভেরা বা ঘৃতকুমারীর সহজলভ্য ব্যবহার ও গুণাগুণ

রূপচর্চায় অ্যালোভেরা বা ঘৃতকুমারীর সহজলভ্য ব্যবহার ও গুণাগুণ

সৌন্দর্য চর্চায় অ্যালোভেরার গুরুত্ব অপরিসীম। অ্যালোভেরায় রয়েছে নানা ধরনের ঔষধি উপাদান যা আমাদের দেহের এবং সৌন্দর্য চর্চায় কার্যকরী ভূমিকা রাখে। অ্যালোভেরার গুণাগুণ এবং এর ব্যবহার  আমাদের অনেকেরই অজানা। 

অ্যালোভেরার গুণাগুণ সংক্ষেপে

১. অ্যালোভেরা প্রাকৃতিক উপাদান হিসেবে মেকআপ উঠাতে ব্যবহৃত হয়।

২. চুলের বৃদ্ধি ঘটায় অ্যালোভেরা।

৩. অ্যালোভেরা ত্বকের বলিরেখা রোধ করে। 

৪. পায়ের গোড়ালি ফাঁটা কমায় অ্যালোভেরা।

৫. অ্যালোভেরা ত্বকের যৌবন ধরে রাখতে সাহায্য করে।

৬. পিম্পল দূর করে থাকে অ্যালোভেরা। 

৭. ত্বককে সজীব রাখতে সহায়ক।


রূপচর্চায় অ্যালোভেরার ব্যবহার

মুখের ত্বক:- মুখের ত্বকে অ্যালোভেরা লাগালে ত্বক উজ্জল, নরম ও মসৃণ হয়। এক্ষেত্রে অ্যলোভেরার ভিতরের জেল ছুরি দিয়ে কেটে বের করে মুখে লাগাতে হবে।

ত্বকের মৃত কোষ দূর:- আপনার প্রয়োজন ১ চা চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল যা ব্লেড করে নিয়ে সাথে ১ চা চামচ ওটমিলের গুড়া এবং ১ বা ২ চামচ অলিভ অয়েল মিশিয়ে ৩০ মিনিট লাগিয়ে রাখতে হবে মুখে ও গলায় এর পর ধুয়ে নিতে হবে ঠান্ডা পানিতে। এভাবে সপ্তাহে ১ বার করে ব্যবহার করলে উপকৃত হবেন।

পিম্পল দূর করণ:- অ্যালোভেরা আইস কিউব করে কেটে দিনে দুই থেকে তিনবার করে ঘষলে পিম্পল কমে যায়। অ্যালোনভেরা নতুন কোষ জন্মাতে এবং পিম্পল সরাতে কার্যকর।

চুলের যত্নে:- চুলের জন্য অ্যালোভেরা বেশ প্রয়োজনীয় উপাদান। ক্যাস্টর অয়েলের সাথে ২:১ অনুপাতে অ্যালোভেরা জেল মিশিয়ে মাথার ত্বকে রাতে লাগিয়ে সকালে শ্যাম্পু করে নিলে খুসকি দূর হয়।

ঠোঁটের যত্নে:- অ্যালোভেরা জেলের সাথে ১ চা চামচ চালের গুড়া মিশিয়ে ঠোঁটে লাগিয়ে ৫ মিনিট পরে ঠান্ডা পানিতে ধুয়ে নিলে ঠোঁট উজ্জল, মসৃণ ও কোমল হয়।


Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ