![]() |
শাকিবের রাজকুমার সিনেমায় যুক্তরাষ্ট্রের অভিনেত্রী |
শাকিবের রাজকুমার সিনেমায় যুক্তরাষ্ট্রের অভিনেত্রী
ছায়াছবি:- রাজকুমার
পরিচালক:- হিমেল আশরাফ
অভিনয়ে:- শাকিব খান, কুর্টনি কফি
প্রযোজনা প্রতিষ্ঠান:- এস কে ফিল্মস
সহযোগী প্রযোজক:- কাজী রিটন ও জাকারিয়া মাসুদ
ভাষা:- বাংলা
সুপারস্টার শাকিব খানের প্রায় দুই যুগ সিনেমা ক্যারিয়ার। ঢাকায় সিনেমায় এর মধ্যে এক যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন এই শীর্ষ অভিনেতা। শাকিব তার ক্যারিয়ারে দেশের সমসাময়িক প্রায় সব অভিনেত্রী এবং কলকাতার প্রথম সারির নায়িকাদের সাথে কাজ করেছেন। এবার শাকিব আরো বড় পরিসরে কাজ করতে যাচ্ছেন।
শাকিব খানের পরবর্তী সিনেমা রাজকুমার। এই সিনেমায় অভিনয় করবেন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কুর্টনি কফি। ২৯ মার্চ নিউ ইয়র্কে সিনেমাটির মহরত অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে সিনেমার নায়িকা কুর্টনি কফি কে পরিচয় করে দেয়া হয় এবং সিনেমার প্রথম মোশন পোষ্টার উন্মোচন হয়। এই সিনেমাটি প্রযোজনা করছে শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস এবং সহযোগী প্রযোজক হিসেবে থাকছেন কাজী রিটন ও জাকারিয়া মাসুদ। রাজকুমার ছবি শুটিং শুরু হবে আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে। হিমেল আশরাফ রাজকুমার ছবি পরিচালনা করবেন। বাংলাদেশ ছাড়াও বেশ কয়টি দেশে রাজকুমার মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
0 মন্তব্যসমূহ
please do not enter any spam link in the comment box .
Emoji