নাট্যাভিনেতা ফারুক আহমেদের জীবনী |
নাট্যাভিনেতা ফারুক আহমেদের জীবনী
নাম:- ফারুক আহমেদ
জাতীয়তা:- বাংলাদেশী
জন্ম:- মানিকগঞ্জ
দাম্পত্য সাথী:- নাসরিন নাহার
তার সন্তান:- ফাইরুজ নাওয়ার ঐশী (মেয়ে)
তার পিতা-মাতা:- (মাতা) রাজিয়া খানম, (পিতা)আফসার উদ্দীন মোল্লা
কর্মজীবন:- ১৯৮৩ থেকে বর্তমান পর্যন্ত
পেশা:- অভিনেতা
পরিচিতির কারণ:- নাটকে অভিনয়
ফারুক আহমেদের প্রথম জীবন
বাংলাদেশের একজন খ্যাতিমান অভিনেতা ও নাট্যকার ফারুক আহমেদ। ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন ফারুক আহমেদ। তিনি ভূগোল ও পরিবেশ বিষয়ে পড়াশুনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। ফারুক আহমেদ কিছু দিনের জন্য ব্র্যাকসহ বিভিন্ন এনজিওতে যুক্ত ছিলেন বিশ্ব বিদ্যালয় থেকে পাস করার পরে। তিনি একজন কন্যা সন্তানের জনক।
ফারুক আহমেদের কর্মজীবন
ফারুক আহমেদ থিয়েটারে যুক্ত হন জাহাঙ্গীরনগরে পড়াকালীন সময়ে । থিয়েটারে অভিনয় দিয়েই তিনি ১৯৮৩ সালে অভিনয় শুরু করেন। সেখানে ফারুক আহমেদ বেশ কয়েকজন গুণি অভিনয় শিল্পীর সাথে কাজ করেছেন, তারা হল- সুবর্ণা মুস্তাফা, হুমায়ূন ফরীদি, লিটু আনম, শিমুল ইউসুফ, আহমেদ রুবেল, আফজাল হোসেন, রাইসুল ইসলাম আসাদ। তিনি থিয়েটারে যুক্ত ছিলেন প্রায় ২৫ বছর । মঞ্চ নাটকে অভিনয় কালে তিনি উল্লেখ যোগ্যভাবে আলোচিত হন চক্র ও যৈবতী কন্যা, প্রাচ্য, র্কীর্তনখোলা ও কেরামত মন্ডল নাটকে অভিনয়ের মাধ্যমে। তিনি সারা দেশে পরিচিতি লাভ করেন বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত "বারো রকম মানুষ" নাটকে অভিনয়ের মাধ্যমে। ফারুক আহমেদ জনপ্রিয় লেখক ও নাট্যকার হুমায়ুন আহমেদের নাটকে নিয়মিত অভিনয় করতেন। তিনি বহু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন । তার অভিনীত নাটক টেলিফিল্ম হল উড়ে যায় বক-পক্ষী, অচিন বৃক্ষ, বৃক্ষ মানব, গৃহসুখ প্রাইভেট লিমিটেড, যমুনার জল দেখতে কালো, চোর, ভূত বিলাস, তারা তিন জন, হবলঙ্গের বাজারে, ভূত বিলাস, ঘরের খবর পরের খবর, একি কান্ড, ২৪ ক্যারেট ম্যান. জুতা বাবা, আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে, আমরা জেগে আছি, মন্ত্রী সাহেবের আগমন উপলক্ষে, চার দুকোনে চার, বিহাইন্ড দ্যা সিন, ভাইরাস, মানিব্যাগ, সিকান্দার বক্স, ফাঁদ ও বগার গল্প, প্যারা, অ্যাভারেজ আসলাম ইত্যাদি অনেক জনপ্রিয় নাটকে তিনি করেছেন। এছাড়াও তিনি বেশ কয়টি সিনেমায় অভিনয় করেছেন টক ঝাল মিষ্টি, নয় নম্বর বিপদ সংকেত, শ্যামল ছায়া, ভয়ংকর সুন্দর, ফাগুন হাওয়ায়, তারকাটা, এইতো ভালবাসা, নদীর নাম মধুমতি, ঘেটুপুত্র কমলা ইত্যাদি। ফারুক আহমেদ কমেডি ধাচেঁর অভিনয় বেশি করে থাকেন।
0 মন্তব্যসমূহ
please do not enter any spam link in the comment box .
Emoji