![]() |
দুধের পুষ্টিগুন এবং উপকারিতা |
দুধের পুষ্টিগুন এবং উপকারিতা
দুধকে বলা হয় আদর্শ খাদ্য। এটি বিশ্বের সেরা এবং উৎকৃষ্ট মানের খাদ্য। দুধ শ্রেষ্ঠ সবচেয়ে বেশি পুষ্টিগুনের জন্য। দুধ মানুষের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে প্রধান উপাদান। প্রোটিন ও আমিষ জাতীয় খাবারের চাহিদা পূরণে নিয়মিত দুধের মত পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। দুধ শরীর কে সুস্থ ও ভাল রাখার পাশাপাশি ক্লান্তি দূর করে এবং দেহে শক্তি জোগায়। দুধের রয়েছে নানান পুষ্টিগুন ও উপকারিতা।
আদর্শ খাবার দুধের উপকারিতা:-
** কোলেস্টোরল নিয়ন্ত্রণ রাখতে দুধ কার্যকরী ভূমিকা পালন করে।
** দুধ রক্ত সঞ্চালন বৃদ্ধি ও রক্ত পরিষ্কার করে থাকে।
** নিয়মিত দুধ পানে ত্বক নরম, মসৃণ ও কোমল হয়।
** দুধে থাকা মিনারেল ও প্রচুর পরিমাণে ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও দেহের ইমিউন সিস্টেম উন্নত করে।
** দুধ আমাদের বুক জ্বালাপোড়ার সমস্যা দূর করা এবং পাকস্থলী ঠান্ডা রাখতে সহায়ক।
** মাংস পেশি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে দুধে থাকা প্রচুর পরিমাণ প্রোটিন।
** পিরিয়ডের সময় অ্যাসিডিটির সমস্যা ও পেট ব্যথায় এক গ্লাস দুধ পান প্রয়োজনীয় ভূমিকা রাখে।
** গরম দুধ কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধানে সাহায্য করে থাকে।
** ডিহাইড্রেশনের সমস্যায় স্বস্তি পেতে দুধ পান করা আবশ্যক।
** নিয়মিত দুধ পান করলে হাড়ের ক্ষয় রোধ, দাঁতের ক্ষয় হওয়া এবং দাঁতের পোকা ও হলুদ ছোপ পড়া থেকে মুক্তি পাওয়া সম্ভব।
** দুধ দেহের পুষ্টির চাহিদা পূরণ করে এবং মস্তিস্ক শিথিল রাখে। এছাড়াও ওজন নিয়ন্ত্রণে সহায়ক।
0 মন্তব্যসমূহ
please do not enter any spam link in the comment box .
Emoji